Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি- ২০১৯
Details

বিস্তারিত

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জাহাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার

কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
জাহাপুর, মধুখালী, ফরিদপুর।

                                                                                                      তারিখঃ ২৬/১২/২০২০- খ্রিঃ


কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি


সমগ্র বাংলাদেশকে ডিজিটালাইজ্ড করা তথা ভিশন-২০২১ অর্জন এবং দেশকে বেকারমুক্ত করে সমৃদ্ধ স্বাবলম্বি করার অঙ্গীকার নিয়ে বেকার যুবক যুবতীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির নিমিত্তে চালুকৃত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের “জাহাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার” এ ৬ মাস মেয়াদী “সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার এপ্লিকেশন” কোর্স  এর নবম ব্যাচ এ ভর্তি চলছে। আগ্রহী প্রার্থীদেরকে অফিস কর্তৃক সরবরাহকৃত ফরমে আবেদন করার জন্য আহবান করা যাচ্ছে।

 

শর্তাবলীঃ-
১.    প্রার্থীকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে।

২.    আবেদন পত্রের সাথে

     (ক) শিক্ষাগত যোগ্যতার  সনদপত্রের ফটোকপি 

     (খ) জাতীয় পরিচয়পত্র  অথবা জন্মনিবন্ধন সনদ এর ফটোকপি 

    (গ) সদ্য তোলা ০৩ (তিন) কপি পার্সপোর্ট সাইজের  রঙ্গিন ছবি সংযোজন করতে হবে।

    (ঘ) ইউপি চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত পরিচয় পত্র 

৩.   ক্ষতিগ্রস্থ ও অসহায় পরিবারের সন্তানদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। 


৪.    কম্পিউটার প্রশিক্ষণে ভর্তির বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।


উল্লেখ্য, কোন প্রশিক্ষণার্থী স্বেচ্ছায় কোর্স সম্পন্ন না করলে বা বহিস্কৃত হলে কোর্স ফি বাজেয়াপ্ত হবে।

বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী প্রার্থীদের “জাহাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার” এ যোগাযোগ করার জন্য বলা হল।



(মোঃ আবু জাফর)
উদ্যোক্তা ও পরিচালক,

ইউনিয়ন ডিজিটাল সেন্টার

জাহাপুর, মধুখালী, ফরিদপুর।

মোবাইল- ০১৭১১৭৩০১৫৪

ই- মেইল ঃ jafar7891@gmail.com

Attachments
Publish Date
26/12/2020
Archieve Date
31/05/2021