১৯৫২সালের ২১ ফেব্রুয়ারি। মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা। সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সেসব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। সেই সাথে জাহাপুর ইউনিয়ন এ ও আজ পালিত হলো একুশে ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস। সকল ভাষা শহীদের স্মরণে প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারপর এক বিশাল পথযাত্রা হয়। এ সময় উপস্থিত ছিলেন ০৯ নং জাহাপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ,মোল্যা মোঃ ইসহাক হোসেনসহ সকল সদস্যবৃন্দ,জাহাপুর উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষক-শিক্ষিকা, কমিটির সদস্যবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ, জাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ এবং সর্বসাধারণ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS