Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রখ্যাতব্যাক্তিত্ব

১। মীর আলী আব্বাসঃ উনবিংশ শতকের দ্বিতীয়ার্দ্ধে ঢাকার প্রথম সদর আমিন-ই-আলা এবং ১ম সদর-উস-সুদুর (বিচারপতি) ছিলেন।

 

২। সৈয়দ আঃ রহমান ই এস জি ব্যারিষ্টার-এ্যাট-ল দক্ষিন-পশ্চিম বাংলার ১ম বাঙ্গালী মুসলমান ব্যারিষ্টার। ১৮৭৬ সালে লন্ডনে ব্যারিষ্টারী পড়তে যান এবং ১৮৮০ সালের ৩০শে জুন ব্যারিষ্টারী পাশ করে ভারতবর্ষে ফিরে আসেন।

 

অন্যান্য প্রখ্যাত ব্যাক্তিবর্গঃ

 

০১। মৃত-আঃ ওয়াহেদ মোল্যা, গ্রাম-মির্জাকান্দী, ১৯৪৫ সাল থেকে ১৯৬৫ ইং সাল পর্যন্ত প্রথমত প্রেসিডেন্ট ও পরবর্তীতে চেয়ারম্যান ছিলেন। তিনি সে সময় জমিদার ছিলেন বটে। তার মোট ছেলে ১৪জন ও মেয়ে ৪জন। ৫০জন নাতি নাতনী আছে। বর্তমান জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার ছেলে (সামসুল ইসলাম)।

 

০২। এম, এ সাহিদ, গ্রামঃ মির্জাকান্দী, জাহাপুর ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা এবং ১ম চেয়ারম্যান। জাহাপুর ইউনিয়ন গঠন হওয়ার আগে তিনি চাদপুর ইউনিয়নের একজন নির্বাচিত সদস্য ছিলেন। তিনি ২০১১ইং সাল পর্যন্ত মোট ৩ বার নির্বাচিত হন।

 

০৩।  মরহুম জনাব হাজী এজারউদ্দীন মুন্সি-জাহাপুর,